জালালাবাদ গ্যাস অফিসে বার্ষিক নাটক মঞ্চায়ন

104

সিলেটের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে গত শনিবার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ এর ‘ক্ষত বিক্ষত’ নাটক মঞ্চস্থ হয়। নাটকের নির্দেশনায় ছিলেন খ্যাতিমান নাট্যভিনেতা ও নির্দেশক অরিন্দম দত্ত চন্দন। নাটক মঞ্চায়ন উপলক্ষে ঐদিন রাত ৮ টায় গ্যাস ভবন অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথি জিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এবং জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিজাম শরিফুল ইসলাম।
নাটকের সকল কলাকুশলীদেরকে উপহার ক্রেস্ট প্রদান করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিচাম শরিফুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাপনীর বক্তব্যে বলেন, একঘেয়ে জীবনের অবসাদ ঘোচাতে মাঝে মাঝে কর্মময় মানুষের জীবনে আনন্দ বিনোদনের প্রয়োজন। নাটক জীবনের কথা বলে। নাটক জীবনের প্রতিচ্ছবি। সমাজের ক্রটিবিচ্যুতিগুলি নাটকের মাধ্যমে তুলে ধরা যায়। জালালাবাদ গ্যাস জাতীয় সকল অনুষ্ঠানের পাশাপাশি বনভোজন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, নাটক, মিলাদ মাহফিল ইত্যাদি যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে সফলভাবে পালন করে আসছে। এজন্য তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সকলকে ধন্যবাদ জানান। জালালাবাদ গ্যাসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা নাটক উপভোগ করেন। বিজ্ঞপ্তি