নিজাম নুর জামালগঞ্জ থেকে :
জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজারে গলি (রাস্তার) অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. শামীম আল ইমরান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অবৈধ ২ শতাধিক স্থাপনাকে উচ্ছেদ করা হয়।
জানা যায়, অবৈধ ভাবে দখল করে দীর্ঘদিন যাবৎ রাস্তার মাঝে ব্যবসা পরিচালনা করে আসছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। ভ্রাম্যমান আদালত সাচনা বাজারের মুকুল দাশ নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান মিজান, এসআই সাইফুল্লাহ, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, উপজেলা আওয়ামীলীগের নেতা মো. জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, গোলাম জিলানী আফিন্দী রাজু, রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার প্রমূখ। ব্যবসায়ীরা অবৈধ ভাবে সাচনা বাজারে রাস্তায় শত শত দোকান বসিয়ে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এই প্রথম বারের মত সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এতে করে যাতাযাত করা সহজ হয়ে পড়েছে। অবৈধ স্থাপনার কারণে যাতায়াতের বিগ্ন ঘঠে তাই এবারের উচ্ছেদের কারণে সাধারণ মানুষ সুন্দর ভাবে চলাচল করতে পারছে।