গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অনটেস্ট সিএনজি অটোরিক্সাসহ ২৭টি আটক। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া অভিযানে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালিয়ে ২৫টি সিএনজি অটোরিক্সা, ১টি বেবিটেক্সি ও একটি পিকআপ গাড়ী আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন, ফেঞ্চুগঞ্জ -গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও সিলেট স্পেশাল ফোর্সের টিআই দেলোয়ার হোসেন। সাথে ছিলেন গোলাপগঞ্জ শাখার এটিআই হাফিজুর রহমান, আবু তাহের ও সিলেট থেকে আসা অতিরিক্ত ফোর্স। এ ব্যাপারে টিআই দেলোয়ার হোসেনের সাথে আলাপ করা হলে তিনি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ অভিযানে মোট ২৫টি গাড়ী আটক করা হয়েছে ও ২৭টি ট্রাফিক আইনে মামলা হয়েছে। এ অভিযানে শুরু হওয়া পর থেকে গোটা উপজেলায় সিএনজি অটোরিক্সা শূন্য হয়ে পড়েছে। পৌর সদরের ব্যবসায়ীরা জানান, গোলাপগঞ্জে কিছু নাম্বার চালিত সিএনজি ছাড়া বাকি সবগুলো সিএনজি অটোরিক্সা অনটেস্ট। নাম প্রকাশ না করা শর্তে সিএনজি চালক ও মালিকরা জানিয়েছেন এ উপজেলায় শতশত (অনটেস্ট) সিএনজি অটোরিক্সা চলাচল করছে। এসব সিএনজি অপ্রাপ্ত বয়সের চালকরা চালাচ্ছে। একের পর এক ঘটছে সড়ক দুর্ঘটনায়। তারা ভুয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে সড়ক মহাসড়কে গাড়ী চালাচ্ছে।