মধুমাসের ফল

94

কবির কাঞ্চন

গাছে গাছে কাঁচাপাকা ঝুলে থাকে আম,
মধুমাসে চোখে ভাসে কালো কালো জাম।
গাছে গাছে কাঁচাপাকা লিচু ঝুলে ঐ
মধুমাসে কচিকাঁচা করে যে হৈচৈ।

গাছে গাছে কাঁচাপাকা কতো ফল ফলে
মধুমাসে ছেলে-বুড়ো’র ফলে মন গলে।
গাছে গাছে কাঁচাপাকা ঝুলে কচি তাল
মধুমাসে সাদা শাসে ভরে যায় গাল।

গাছে গাছে লালচে সাদা জামরুল ঝুলে ঐ
আনারস আর আতা ফলের গন্ধে পাগল হই।
সবুজ পাতার আড়ালে যে পেয়ারা হাসে
আমলকীতে ভিটামিন সি পাই মধু মাসে।

নিশিকালে পাকা খেজুর গাছ থেকে ঝরে
খোকাখুকু কুড়িয়ে নেয় হৈ-হুল্লোড় করে।
গাছে গাছে কাঁচাপাকা কাঁঠাল যে ঝুলে
মধুমাসে গাঁয়ে ছুটি সবকিছু ভুলে।