স্টাফ রিপোর্টার :
সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হ্যাকড করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হ্যাকাররা। এরআগে বিভিন্ন সময় একাধিকবার বোর্ডের ওয়েবসাইট হ্যাকড করে হ্যাকাররা। এরপরেও টনক নড়েনি কর্তৃপক্ষের।
গতকাল বুধবার সকাল থেকে ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব মোস্তফা কামাল। তিনি বলেন, ওয়েবসাইটটি পুনরুদ্ধারে কাজ চলছে। শিগগিরই উদ্ধার হবে বলে আশাবাদী তিনি। তিনি ধারণা করছেন-কোটাবিরোধী আন্দোলন চলমান থাকাবস্থায় সরকারি বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাকড করা হয়। এরই ধারাবাহিকতায় সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটও হ্যাকড করে হ্যাকাররা।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘লুলয় সেক’ নামে একটি আইডি থেকে হ্যাকিংয়ের বিষয়টি জানানো হয়। ওই প্রোফাইলের মালিক নিজেকে বিশ্ববিদ্যালয়টির নবীন শিক্ষার্থী বলেও দাবি করেন। এ ছাড়া তিনি লিখেন- মনে আছে আমি তোমাদের এর আগেও একবার ‘ডাউন’ করেছিলাম। তিনি উল্লেখ করেন, নিরাপত্তা? এটি একটি বিভ্রম! আর যাই হোক, তোমরা আর নিরাপদ নও। ওয়েবসাইটটিতে ঢুকে দেখা যায়, ব্যঙ্গসূচকভাবে দাবার গুটি দিয়ে লেখা- ‘তোমার রানি, আমার নৌকা, দেখা যাক কে আটকা পড়ে’। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বলেও দাবি করেন।