স্টাফ রিপোর্টার :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এক দশকের ভেতরে দেশ হবে দারিদ্র্যমুক্ত। শুধু তাই নয়, বিভিন্ন কারণে এক দশকের মধ্যে উন্নত দেশের মর্যাদা পাবে বাংলাদেশ। সিলেটের দক্ষিণ সুরমায় আমেরিকা এবং বাংলাদেশের ব্যবসায়ীরা ৭০০ একর জায়গা নিয়েছেন আইটি সিটি করার জন্য। সিলেটেই হবে বৃহৎ এই আইটি সিটি। বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে সদর উপজেলা শাহী ঈদগাহে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। এখন পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের দেশও ব্যবসাসহ নানা ধরনের কাজে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেশে চলতি দশকেই দারিদ্র্য সীমা প্রায় ১৪ দশমিকের নিচে চলে আসবে। সেসময়ে দেশে বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাব। প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি এটা করে দেখাবেন।
তিনি বলেন, মেলার নামে ঘুষ-জুয়া বন্ধ না হলে আমার অনুমতি ছাড়া কোন মেলা হবে না। তবে আমি চাই সিলেটে মেলা করার দায়িত্ব ব্যবসায়ী সংগঠনগুলো আয়োজন করুক, যেখানে মেলার নামে অনৈতিক কার্যকলাপ হবে না। বাদাঘাট এলাকায় লঞ্চ স্টীমার ইন্ডাস্ট্রিজ গড়ে তুললে ব্যবসায়ীরা লাভবান হবেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর উচিত, সরকারকে অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ঋণে সুদের হার কমানোর জন্য সরকারকে সুপরার্মশ প্রদান করা। যাতে দেশ, ব্যবসায়ী ও জনগণ লাভবান হোন।
মেট্রোপলিটন চেম্বারের পরিচালক হাসিন আহমদ মিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আফজাল রশীদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সভাপতি এ, কে, আজাদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, এসএমপি কমিশনার, ডিআইজি, সাবেক সংসদ সদস্যা জেবুন্নেছা হক প্রমুখ।