কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে ৫টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কম্বাইন হারভেস্টার বিতরণের আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান মোঃ শামীম আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য উপস্থিত থেকে কৃষকদের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন।
উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের বুড়দেও গ্রামের ডাক্তার নুরুল ইসলাম, ইসলামপুর গ্রামের জসিম, জালিয়ারপার গ্রামের ইব্রাহিম, পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের ইলিয়াছুর রহমান ও ইছাকলস ইউনিয়নের রজব আলীর হাতে এ পাঁচটি কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কছির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, প্রত্যেকটি কম্বাইন হারভেস্টার যন্ত্রের মূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা। কম্বাইন হারভেস্টারে ঘণ্টায় ৮০ থেকে ১২০ শতাংশ জমির ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে স্বল্প সময়ে অল্প খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলে তিনি বলেন, কৃষকরা যাতে সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলতে পারেন সে লক্ষ্যে সরকার ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন দিচ্ছে।