বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশ থেকে শ্রমিকদের সমস্যা কোনদিনই দূর হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই জমিনে ইসলামী শ্রমনীতি চালু না হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী রীতিনীতি অনুযায়ী পরিচালিত হলে বর্তমানে যে অশান্তি বিরাজ করছে তা থাকতো না। শ্রমিক-মালিক ও সাধারণ জনগণ সহ সমাজের কেউ শান্তিতে নেই। খুন, গুম, হত্যা, রাহাজানী, ধর্ষণ, ছিনতাই নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এদেশের খেটে খাওয়া মানুষের পরিশ্রমের ফসল হচ্ছে সোনার বাংলাদেশ। বর্তমান সরকার ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে নির্যাতন করে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করতে চায়। কিন্তু শ্রমিকদের শরীরে এক ফোটা রক্ত থাকতেও তা কখনও বাস্তবায়ন করতে দেয়া যাবে না।
তিনি গত শনিবার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর ২০১৫-১৬ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। শাখার বিদায়ী সভাপতি শ্রমিক নেতা মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাখার নতুন সভাপতি মু. শাহজাহান আলী, সহ-সভাপতি ফারুকুজ্জামান খান, আতিকুর রহমান, কফিল উদ্দিন আলমগীর, আক্কাছ আলী, উবায়দুল হক শাহীন, বদরুজ্জামান, আফজালুর রহমান, আব্দুল জলিল, ইকবাল আহমদ, মনছুর আলম চৌধুরী, এইচ কে এম নেছার আহমদ, কাউছার হোসেন কয়েছ, হাসন আলী, সোয়েব আহমদ, এটিএম খসরুজ্জামান, আবুল হাশেম হাসু, আব্দুল গফফার, আব্দুল বাছেত মিলন, ইয়াছিন খান, মাওলানা মুহিউদ্দিন, রাশেদ আহমদ চৌধুরী, আব্দুল আলীম, মুজিবুর রহমান, বেলাল আহমদ, ওমর ফারুক ইমন, আব্দুল মান্নান, হোসাইন আহমদ, আতিকুর রহমান, আব্দুস সাত্তার, হেলাল আহমদ, আছলম আলী, মোহাম্মদ বিন মামুন বুলবুল, কামাল মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি