রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের বয়স্ক মহিলা স্কুল ও স্বাস্থ্যসম্মত টয়লেটের উদ্বোধন

54

রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের উদ্যোগে শনিবার নগরীরর মিরবক্সটুলাস্থ আজাদী এলাকায় বয়স্ক মহিলা বিদ্যালয় এবং রায়নগর দর্জিবন এলাকায় দুটি স্বাস্থ্যসম্মত টয়লেটের উদ্বোধন করা হয়। এছাড়া ও স্কুলে শিক্ষা উপকরণ ও ঈদ উপলক্ষে গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী আন্তর্জাতিক জেলার ৩২৮২ এর গভর্ণর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির হোসেন, অ্যাসিস্টেন্ট গভর্ণর রোটারিয়ান জয়ন্ত দাশ, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের সভাপতি রোটারিয়ান অংশুমান ভট্টাচার্য রাকু, চাটার প্রেসিডেন্ট রোটারিয়ান রাজিব দাস রূপম, আই.পি.পি. রোটারিয়ান মারুফ আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মুহিত রহমান রনি, ট্রেজারার রোটারিয়ান ফরহাদ হোসেন, যুগ্ম সচিব রোটারিয়ান শাকিল আহমদ খান, রোটারিয়ান আজিজুল ইসলাম, রোটারিয়ান সৈয়দ কামরুজ্জামান, রোটারিয়ান অঞ্জন ভৌমিক, রোটারিয়ান মো. ফখর উদ্দিন, রোটারিয়ান, দিপু সিনহা, রোটারিয়ান তারেক আরাফাত, রোটারিয়ান জাহাঙ্গির আযাদ, রোটারিয়ান বিপ্রেস তালুকদার, ইন্টা. জীবন, ইন্টা. কাজল।
এছাড়াও এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আজাদী সামজ কল্যাণ সংঘের সভাপতি আব্দুল কাহির, উপদেষ্টা মোক্তার হোসেন, আব্দুল হক রানা, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ, ক্রীড়া সম্পাদক আক্তার হোসেন বাবুল, সদস্য, বিপ্লব, তারেক, সুহেল, পাপ্পু, রাফি, সোহাগ, জয়বুনেছা, প্রমুখ। বিজ্ঞপ্তি