বাংলা নববর্ষে পুলিশের জরুরী নির্দেশনা ॥ অমান্য করলে কঠোর ব্যবস্থা

43

স্টাফ রিপোর্টার :
বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। এইসব নিদের্শনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশের দেয়া নির্দেশনা আগামী শনিবার (১৪ এপ্রিল) রাত পর্যন্ত বলবৎ থাকবে। এদিকে নববর্ষ উদযাপন অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে বাধ্যতামূলক শেষ করার পাশাপাশি ওই দিন মোটরসাইকেলে চালক ছাড়া আর কাউকে বহন করা যাবে না। তবে স্বামী-স্ত্রী চলতে পারবেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান- বাংলা নববর্ষকে কেন্দ্র করে কেউ যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। অনুমতি ছাড়া কেউ কোন অনুষ্টান করলে আয়োজকদের বিনুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান-বর্ষবরণ শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের জন্য পুলিশের দেয়া নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ রইল।
নির্দেশনাগুলো হলো- বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে এসএমপি এর সংশ্লিষ্ট থানা এবং পুলিশ কমিশনার কার্যালয়কে অবহিত করতে হবে। উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠানসমূহ বিকাল ৫ টার মধ্যে শেষ করতে হবে। বর্ষবরণ অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে। সিলেট মহানগর এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোন আরোহী বহন করা যাবে না, তবে স্বামী-স্ত্রী চলাচল করতে পারবেন। একযোগে বা দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন। অপরিচিত যাত্রীর দেয়া ে কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন। বর্ষবরণ অনুষ্ঠানে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা হল। খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে সিলেট মহানগর এলাকায় প্রবেশ করা যাবে না এবং কোন ধরণের রং ছিটানো যাবে না। অনুমোদিত অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন/ ভিডিও চিত্র ধারণ এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। নির্জন বা জনগনের চলাচল কম এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ প্রদান করা হল।