অবিলম্বে নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দিতে হবে – রাজেকুজ্জামান রতন

12
রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ও সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা রাজেকুজ্জামান রতন।

ইজিবাইক, রিক্সাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট, চালকের লাইসেন্স প্রদান ও মহাসড়কের বিভ্রান্তিমূলক ব্যাখ্যা এং বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিভিন্ন সড়কে চলাচলে হয়রানি বন্ধ করাসহ ৬ দফা দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় সমাবেশ (২৪ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হয়।
রিকক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর সভাপতি প্রণব জ্য্যেতি পাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সহ সভাপতি কাওছার আহমদ এর সঞ্চালনায় বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ এর প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি ও স্কপ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর।
জেলা প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার সোহেল আহমদ, হবিগঞ্জ জেলার দিলাল মিয়া, সেলিম আহমদ, মৌলভীবাজার জেলার রুস্তুম মিয়া, আলী হোসেন, সিলেট জেলা ও মহানগর এর বেলাল আহমদ, শুক্কুর আহমদ, ইয়াছিন আলী, রফিক আহমদ, সাহেদ আহমদ, আব্দুল মালিক, আব্দুস শহিদ, সেলিম আহমদ, মিন্টু যাদব, নুরুল, শরিফুল প্রমুখ।
রাজেকুজ্জামান রতন বলেন, নানা বাধা, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে সর্বশেষ হাইকোর্ট এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলের আদেশ প্রদান করেছে। সংগ্রাম পরিষদ গত ১০ বছর যাবৎ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ণ করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে আন্দোলন পরিচালনা করে আসছে। সুপ্রিম কোর্টের রায়ের পর ইজিবাইকসহ ব্যাটাারিচালিত যানবাহন এর চলাচলের জন্য সরকার প্রস্তাবিত খসড়া “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’র” দ্রুত চূড়ান্ত ও কার্যকর করতে আর কোন আইনগত বাধা নেই। রাজেকুজ্জামান রতন অবিলম্বে নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান। বিজ্ঞপ্তি