দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রায় জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের উন্নয়নে বিশ্বাস করে। তাই দেশে এতো উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ এখন নিু আয়ের দেশ থেকে উন্নত মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে। শুধু মাত্র দেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিলেন বলে। মন্ত্রী বলেন, উন্নয়নে মার্কা নৌকা, স্বাধীনতার মার্কা নৌকা, আজাদির মার্কা নৌকা, তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পারবর্তীপু-তালুকগাঁও গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আগামী করেকদিনের মধ্যে দেশের এমন কোন জায়গা থাকবে না যেখানে বিদ্যুৎ নাই। আমরা প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুৎ, রাস্তা, ব্রীজ, স্কুল নির্মাণ করে যাচ্ছি। এটা মানুষকে মনে রাখতে হবে, জনগণের প্রকৃত বন্ধু কে?
মন্ত্রী বলেন, আজ থেকে ৯-১০ বছর আগে সুনামগঞ্জে কি ছিল? আর ৯-১০ বছর পরে কি হয়েছে? আগামী দিনে কি হবে? কে আমাদের উন্নয়নে কাজ করতে পারবে এ বিষয়টি ভাবতে হবে। আজ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে, টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে। সেই উন্নয়ন গুলো কে করে যাচ্ছে এটা এই অঞ্চলের মানুষ বুঝতে হবে। আর যদি না বুঝেন তাহলে এইসব উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে।
সভায় জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়ার সভাপতিত্বে, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেলারেল ম্যানেজার অখিল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড বোরহান উদ্দিন দোলন, সহ সভাপতি জুবেল আহমদ, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক ফরিদুর রহমান ফরিদ, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, আবুল খয়ের, ইউপি সদস্য আশরাফ আলী সহ প্রমুখ।