সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : অটিজম স্কুল প্রতিষ্ঠা করতে চায় বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট

3

স্টাফ রিপোর্টার

সিলেটে অটিজম স্কুল প্রতিষ্ঠা করতে চায় বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট, ইউকে। বুধবার সিলেট প্রেসক্লাবে সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি মহিবুদ্দিন।
তিনি বলেন, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর যাত্রা শুরু হয় ২০১২ সালে। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো সামর্থ্যহীন শিক্ষার্থীদের সাহায্য ও সহযোগিতা করা। তিনি জানান, গত ১০ থেকে ১১ বছরে অনেক ছাত্রছাত্রীদের খাতাপত্র, বেতন, স্কুল মেরামত, কম্পিউটার ল্যাব এবং তাদের ইউনিফর্মসহ আনুষাঙ্গিক সাহায্য সহযোগিতা করেছে সংস্থাটি। চলতি বছর আমরা বিয়াল্লিশটি স্কুলের ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি বাবদ প্রায় ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, গত ১৯ জনুয়ারি সিলেটের খাদিমপাড়াস্থ হেল্প ইউ কনভেনশন সেন্টারে ট্রাস্টের পক্ষ থেকে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি। আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান এবং প্রবাসী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমরা সিলেটে একটি অটিজম স্কুল করার প্রস্তাব রাখি। প্রস্তাবটি শুনা মাত্রই সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই প্রস্তাবটি গ্রহণ করেন। এর পরদিন সিটি করপোরেশনে মেয়রের অফিসে ডক্টর মোমেনের উপস্থিতিতে প্রবাসীদেরকে সাথে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিটি কাউন্সিলরগণও উপস্থিত ছিলেন। এ সময় মেয়র আশ্বস্ত করেন অটিজম স্কুল প্রতিষ্ঠার জন্য ভ‚মি প্রদান করবেন। আমরা এজন্য সিটি মেয়র আনোয়ারুজ্জামানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাউনসেলার এবং বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের এডভাইজার সৈয়দ আবুল বাশার এবং ট্রাস্টি অলিউর রহমান।