তৃণমূলে বিএনপির কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে ———আবুল কাহের শামীম

35

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, তৃণমূলে বিএনপির কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। বর্তমান অবৈধ সরকারকে পতন করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। এই অবৈধ সরকার বিএনপির জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতা কর্মীর উপর মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানী করছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। আর এই নির্বাচনকে বান চাল করতে বর্তমান সরকার দেশী ও বিদেশী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির একজন কর্মী বেঁচে থাকতে এ দেশে আর কখনো ষড়যন্ত্রমূলক নির্বাচন করতে দেওয়া হবে না।
তিনি বুধবার বিকেলে গোয়াইনঘাটি প্রেসক্লাব মিলানায়তনে বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপি গোয়াইনঘাট শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুল হক খোকন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরান, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, শাহাব উদ্দিন, খালেদ আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক, আব্দুল হক, জালাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছয়ফুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফখরুল ইসলাম, আব্দুল কাদির, কমর উদ্দিন, লোকমান আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিন, সাঈদুর রহমান, ইউনুস আলী, হারুনুর রশিদ, এবাদুর রহমান, জাকারিয়া আহমদ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল সভাপতি এম.এ মতিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া ছাত্তার, সদস্য সচিব জাহিদ খান, যুগ্ন-আহ্বায়ক গোলাম কুদ্দস কামরুল, নুরুল হুদা খসরু, দেলওয়ার হোসেন, সালাহ উদ্দিন আল-মামুন, আবুল কালাম, ছাত্রদল নেতা আব্দুল কাদির সুমন, আশ্রাফুল আলম পান্না, গ্য়োাইনঘাট কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম আল হাসান, পশ্চিম জাফলং ইাউনিয়ন ছাত্রদল সভাপতি মুমিনুল হক প্রমুখ।