জীবন

29

হাজেরা সুলতানা হাসি

জীবন মানে মত্ত যুদ্ধ যুদ্ধ খেলায়
জীবন মানে ভাসা ব্যস্ততার ভেলায়
জীবন মানে ঊর্ধ্বে উঠার যুদ্ধ
সে খেয়ালে বুঝে না ভালো শুদ্ধ।

জীবন মানে কেউ করে হায় সংগ্রাম
শত খেটে পায় না তবু কাজের দাম।

জীবন মানে কারো কাটে আয়েশে
শূন্য হাতে কেউ বা ফিরে দিন শেষে
জীবন মানে বিচিত্রতায় ভরপুর
জীবন মানে বদলে যাবার ভিন্ন সুর।