ইচ্ছে

24

আয়েশা সিদ্দিকা আতিকা

মনটা হারায় ঐ দূরের
মাঠ পেরিয়ে বন
ইচ্ছে হয় প্রজাপতির মত
ছুটি সারাক্ষণ।

ইচ্ছে হয় একসাথে আবার
খেলব মাঠে সবাই
যেখানেতে মেতে উঠতাম
আনন্দ ফোয়ারাই।

ইচ্ছে হয় দূরের চাঁদটাকে
হাতের মুঠোয় পুরি
ইচ্ছে হয় মাঝে মাঝে
পাখির মত উড়ি!

ইচ্ছে হয় উড়াতে আবারো
আকাশে রঙিন ঘুড়ি
ইচ্ছে গুলো আমার যেন
ভরে আছে ফুলঝুরি।

ইচ্ছে আমার অনেক ইচ্ছে
শেষ হবার নয়
মনের মাঝে ইচ্ছে গুলো
চুপিসারে কথা কয়।

ইচ্ছে গুলো ইচ্ছে হয়েই
মনের মাঝেই থাকবে
মাঝে মাঝে ইচ্ছে গুলো
মনের মাঝেই আঁকবে।