রমজান আলী রনি
হলিতে খুব মশার উৎপাত
বাড়ি এলাম মিছে!
পিছে আমার শত্র“ সেজে
করছো ধাওয়া কিসে??
দিনের বেলায় চুপচুপানি
রাতের বেলায় ভনভন
রক্ত গেলো মশার পেটে
রোগের টোপে টনটন।
মশাও আজ রক্তের রঙে
করছে মাখামাখি
মাথায় বসে কানে ঘষে
কোথায় দেহ রাখি?
নোটিশ নামায় সাইন দিয়ে
মশার দিবো ফাঁসি
রবেনা আর মশার জ্বালা
যখন দিবো কাশি!