সাহিত্য-সংস্কৃতি মনকে পরিশীলিত করে — সাজ্জাদ হোসেন

36

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন বলেছেন, সাহিত্য আমাদের মূল্যবোধকে জাগিয়ে তুলে, সংস্কৃতি মনকে পরিশীলিত করে। সত্যিকার মানুষ হওয়ার জন্য সুস্থ সাহিত্য-সংস্কৃতি চর্চা করতে হবে।
বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট-এর উদ্যোগে বার্ষিক দুদিন ব্যাপী সাহিত্য, সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৮-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্লাবের সভাপতি মো. বদরুদ্দোহা’র সভাপতিত্বে গতকাল বুধবার ব্যাংকের ট্রেনিং হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাহিত্য সম্পাদক আলী আকতার এবং সংস্কৃতি সম্পাদক মো. আলমগীর। সাহিত্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে ভূমিকা পালন করেন এমসি কলেজ, সিলেট-এর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহেদা আখতার এবং প্রভাষক কানন কান্তি দাশ। সংগীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ভূমিকা পালন করেন সংগীতশিল্পী তন্বী দেব এবং অনিমেষ বিজয় চক্রবর্তী। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি