সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট : অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে রবিবার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আম্বরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও সঞ্জয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন দেব নাথ। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, অমৃত মোহন্ত, সঞ্জিত শর্মা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শাসকদল ক্যাম্পাসে দখলদারিত্ব বজায় রাখলেও ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ তা জাফর ইকবালের উপর হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়। ভিন্নমতের প্রতি হামলা কোন সভ্য গণতান্ত্রিক সমাজ মেনে নিতে পারে না। একের পর এক মুক্তমনা-বিজ্ঞানমনস্ক লেখক, প্রগতিশীল লোকদের উপর হামলার ধারাবাহিকতায় অধ্যাপক ড. জাফর ইকবালের উপর এই হামলা। বক্তারা হামলাকারীদের এবং হামলা পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ : অধ্যাপক ড. জাফর ইকবালকে হত্যা প্রচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ সিলেটের উদ্যোগে রোববার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও বাসদ জেলার সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা, ওয়ার্কার্স পার্টি জেলার সাধারণ সম্পাদক সিকন্দর আলী, সাম্যবাদী দলের সম্পাদকমন্ডলীর সদস্য আফরোজ আলী প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের প্রবীণ রাজনীতিবীদ বেদানন্দ ভট্টাচার্য, সাবেক সাংসদ জেবুন্নেছা হক, গণতন্ত্রী পার্টির জেলার সাধারণ সম্পাদক আরিফ মিয়া, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, বাসদ বিমানবন্দর থানার সমন্বয়ক প্রণ্যব জ্যোতি পাল, যুব ইউনিয়ন জেলার সভাপতি খায়রুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জাফর ইকবালের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বলেন, ভিন্নমতের প্রতি হামলা কোন সভ্য গণতান্ত্রিক সমাজ মেনে নিতে পারে না। একের পর এক মুক্তমনা-বিজ্ঞানমনস্ক লেখক, প্রগতিশীল লোকদের উপর হামলার ধারাবাহিকতায় অধ্যাপক ড. জাফর ইকবালের উপর এই হামলা। বক্তারা হামলাকারীদের এবং হামলা পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি : বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার। রবিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিলেট নগরীর জিন্দাবাজারস্থ বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের নিচ থেকে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ মানববন্ধনে কয়েকশ’ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রব তানভীর, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইন ও বিচার বিভাগের ডিন অধ্যাপক ড. রবিউল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, সিএসই বিভাগের প্রধান চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, ইইই বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মিয়া মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের প্রধান সহকারি অধ্যাপক শেখ আশরাফুর রহমান, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সহকারি রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী, খন্দকার মকসুদ আহমদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
সিলেট মহানগর জামায়াত : সিলেটের শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক প্রফেসর ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। এর সাথে জড়িত গ্রেফতারকৃত সন্ত্রাসীর কঠোর শাস্থি এবং অন্যান্য জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান তারা। একই সাথে আহত প্রফেসর ড. জাফর ইকবালের আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।
রবিবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম এবং সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক প্রফেসর ড. জাফর ইকবালের উপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার ঘটনা অবশ্যই উদ্বেগজনক। পুলিশী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা একজন স্বনামধন্য শিক্ষকের উপর প্রকাশ্য হামলা ও ছুরিকাঘাত প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে। এর সাথে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত সন্ত্রাসীকে দৃষ্টান্তুমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্থির আওতায় নিয়ে আসতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যতে কোন সন্ত্রাসী আর এমন ন্যাক্কারজনক কর্মকান্ড করার দুঃসাহস পাবেনা।
ওসমানী স্মৃতি পরিষদ : শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, জনপ্রিয় কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ওসমানী স্মৃতি পরিষদ’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েকের সভাপতিত্বে প্রতিবাদ সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ফরহাদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক কিরন দেবনাথ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন সিকদার, উপ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক সনেট রায়, প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক তুষার সরকার, প্রজন্ম ৭১ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক রেজাউল করিম রানা, জালাল উদ্দিন, মো: ফরহাদ আহমদ (সায়েম), ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা যুগ্ম আহবায়ক মুকিত রহমান, সদস্য এস এম সাইফুল ইসলাম তালুকদার, আহমদ রুবেল, সেলিম আহমদ, দীলিপ চন্দ্র, নাজমুল ইসলাম, যোবের খান জনি, সাধান চন্দ্র, সিয়াম, মো: জামিল, সাদেকুর রহমান, তারেক চৌধুরী, রুবেল রায়, সজিব আহমদ, মুন্না আহমদ, সাদিক মিয়া প্রমুখ।
সিকৃবি : প্রতিথযশা লেখক, বিজ্ঞানী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিকৃবি শিক্ষক সমিতির উদ্যোগে ৪ মার্চ সকাল ১২টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অনতিবিলম্বে সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বেসিক সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিভাগের সহকারী প্রফেসর রাহুল ভট্টাচার্য্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহকারী প্রফেসর মোঃ জাকিউল ইসলাম। উল্লেখ্য ড. জাফর ইকবালের উপর শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় এক দুর্বিত্ত পিছন থেকে হামলা চালায়। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এয়ার এম্বুল্যান্স করে ড. ইকবালকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিজ্ঞপ্তি