উন্নয়ন সংস্থা পাসকপের উদ্যোগে নারীদের প্রতি ইতিবাচক মনোভাব উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সিলেট শহরতলীর খাদিমপাড়ায় অবস্থিত কারিতাস প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সকালে প্রশিক্ষণের উদ্ভোধন করেন পাসকপের নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র। অতিথি সেশনে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ এলাহী। পরিচিতি পর্ব, প্রত্যাশা যাচাই ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন পাসকপের প্রকল্প সমন্বয়কারী লাবণী স্বার্তী।
পাত্র সম্প্রদায়ের প্রায় ৩০ জন নারী ও পুরুষ কর্মশালায় অংশ নিয়েছেন। এদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রী ও রয়েছেন। কর্মশালার প্রথম দিনে আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেটের সভাপতি এড. শিরিন আক্তার ও সাংবাদিক খালেদ আহমদ। বুধবার দ্বিতীয় দিন আলোচনায় অংশ নেবেন সিনিয়র এএসপি মোঃ নাজিম উদ্দিন, ব্লাস্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক এড. ইরফানুজ্জামান চৌধুরী, কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা ও সাংবাদিক দ্বোহা চৌধুরী। বিজ্ঞপ্তি