শাহপরানে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

136

স্টাফ রিপোর্টার :
নগরীর শাহপরানে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
শনিবার (২৪ ফেব্র“য়ারি) বিকাল ৫টা ২০ মিনিটে শাহপরান এলাকার বাহুবল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহপরান থানার মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রামের আব্দুল মালেকের স্ত্রী রেবেকা সুলতানা (৪০) ও রেবেকা সুলতানার ভাগ্নে রাঙ্গামাটির বাগাইছড়ি থানার মধ্যমপাড়া গ্রামের মো. আব্দুল কালামের ছেলে মো. দেলোয়ার হোসেন।
আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত এসএমপির বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামিদের এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।