বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মানবতার সেবার মাধ্যমেই পরকালীন মুক্তি অর্জন সম্ভব। শুধু তাই নয়, মানুষকে সাহায্য করলে দুনিয়াতেও আল্লাহ এর প্রতিদান দেন। এর মাধ্যমেও মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব। এজন্য সবাইকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।
ওসমানী স্মৃতি পরিষদ, টরেন্টো, কানাডা-এর উদ্যোগে এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর আয়োজনে পূর্ব ধোপাদীঘিরপারস্থ সিলেট ওসমানী জাদুঘরে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর পিপি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী টিটুর সভাপতিত্বে গতকাল শনিবার সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদ, টরেন্টো, কানাডা-এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক আরিফ আহমেদ।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি সিলেট সুরমা জোনের কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি এম. নূরুল হক সোহেল, এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি আজিজুর রহমান, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ান, সিলেট ওসমানী জাদুঘরের সহকারী কিপার ও তথ্যপ্রদান কারী কর্মকর্তা মো. জিয়ারত হোসেন খান, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সালামত রেজা চৌধুরী, রোটারিয়ান কাজী মো. আব্দুল জলিল খান, জাতীয় জনতা পার্টি সিলেট মহানগর সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, রোটারিয়ান আখতার আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি