বিভিন্ন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর
সুনামগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত সাংসদ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, অচিরেই দেশে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে। বিদ্যুৎ নিয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিশুদ্ধ পানি সরবাহে আন্তরিকভাবে কাজ করছেন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার কাজের সরকার। এ সরকারের আমলে দেশে উন্নয়ন কাজ হয়। তা দেখে একটি মহল সহ্য করতে পারে না। তাই নানান কথা বলে দেশে সংঘাত সৃষ্টি করতে চায়। এদের বিষয়ে আপনারা সতর্ক থাকুন। তিনি বলেন, আমরা দেশে শান্তি চাই। তাই দেশের হিন্দু-মুসলিম ভাই ভাই। আমরা সবাই মিলেমিশে চলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের গরীব মানুষকে খুব ভালবাসেন বলেই গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে পাঠালে আমি আবারো আপনাদের কাছে ভোটের জন্য আসবো। তখন আপনারা ভোটের মাধ্যমে উন্নয়নের পক্ষে রায় দিবেন।
১০ জুন শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের মাঝে গভীর নলক‚প ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবদুর রব সরকার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর পুত্র শাহদাত মান্নান অভি, নবনির্বাচিত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভ‚ইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, ভারপ্রাপ্ত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, বর্তমান প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভ‚ইয়া, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ প্রমূখ।
সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ জনতা অংশ গ্রহণ করেন।
জগন্নাথপুরে ১২০ দরিদ্র পরিবারে ভেড়া বিতরণ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাণি সম্পদ অধিপ্তরের উদ্যোগে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের খামারীদের স্বাবলম্বী করার লক্ষে গবাদিপশু পালনের অংশ হিসেবে ১২০টি পরিবারে ২৪০টি ভেড়া বিতরণ করা হয়েছে।
১০ জুন শনিবার জগন্নাথপুর পৌর শহরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুবিধাভোগীদের মাঝে ভেড়া বিতরণ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, ভারপ্রাপ্ত জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে-ভেড়া বিতরণকালে মন্ত্রী উপজেলার অঞ্চল থেকে আসা দরিদ্র পরিবারের সুবিধাভোগী নারী-পুরুষের কথা বলে তাদের খোঁজ-খবর নেয়ায় অনেক খুশি হন গরীব মানুষজন।
জগন্নাথপুরে রাণীগঞ্জ বাজার রাস্তা পাকা হওয়ায় জনমনে আনন্দ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারের রাস্তার করুন দশার কারণে দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ী, ক্রেতা সহ সর্বস্তরের মানুষ নানা ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। অবশেষে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিপ্তরের উদ্যোগে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বাজারে আরসিসি পাকা রাস্তা নির্মাণ হওয়ায় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে। ১০ জুন শনিবার সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম নবনির্মিত রাস্তা উদ্বোধন করেন। এ সময় রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল, রাণীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, শাহানুর আহমদ, রাজিব তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন : আদানির বিদ্যুৎ আসছে, জাহাজে কয়লাও আছে। দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে সেটা সম্ভব না হলে ক্ষমা করে দিতে বলেছেন তিনি। হাওরে আগাম বন্যা রোধে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে শনিবার সকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এ সময় আরও বলেন, আগাম বন্যা ঠেকাতে হাওরে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। তবে এখন থেকে হাওর ও নিম্নাঞ্চলে ডুবন্ত সড়ক ও উড়াল সড়ক নির্মাণ করা হবে।
অন্যদের মধ্যে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট- সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।