আ’লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোত্তম সম্মান দিচ্ছে -ইউএনও অমিতাভ

43

বিশ্বনাথ থেকে সংবাদদাতা  :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের ১১জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার উপজেলার টেংরা-বাঘমারা গ্রামের মরহুম জবান উল্লাহ প্রাইমারি এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আকরম আলী তাদেরকে এ সম্মাননা দেন। স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।
বক্তব্যকালে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ট সন্তান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসর পর জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের মুক্তিযোদ্ধা ভাতা, চিকিৎসা ভাতাসহ সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছেন। কারণ সরকার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার জন্যেই আজ মুক্তিযোদ্ধারাও সর্বোত্তম সম্মাণ পাচ্ছেন। তারা আর অবহেলিত কিংবা বঞ্চিত তা আর বলার কোনই অবকাশ নেই।
স্কুল প্রতিষ্ঠাতা আলহাজ্ব আকরম আলী’র সভাপতিত্বে ও তরুণ রাজনীতিকর্মি সিতার মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সর্বকনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ফরিদ উদ্দিন, বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, প্রবীণ মুরব্বী মাজহারুল ইসলাম চৌধুরী তকবির মিয়া, লালাবাজার বণিক সমিতির সাবেক সভাপতি মখন মিয়া সরকার, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বশির আলী। এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মক্তিযোদ্ধা ছিদ্দেক আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, যুক্তরাজ্য প্রবাসী হাসন আলী, টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, তরুণ সংগঠক মধ্যপ্রাচ্য প্রবাসী রেহান আহমদ, মরহুম জবান উল্লাহ প্রাইমারি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক উসমান গণি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এমরান হোসেন রিয়াদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এমদাদ হোসেন মিলাদসহ স্কুলের শিক্ষকমন্ডলী।