বাসদ (মার্কসবাদী)’র মিছিল সমাবেশে নেতৃবৃন্দ ॥ রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধ করুন

59

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী চক্রের অপতৎপরতা নিয়ন্ত্রণে ১৫ মে বিকাল ৪টায় বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং সুশান্ত সিনহার পরিচালনায় সিটি পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন, পার্টি সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল সিলেট সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে চেহৈাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছরের রমজান মাসকে কেন্দ্র করে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চক্র সরকারের ছত্র ছায়ায় জিনিস পত্রের দাম বাড়িয়ে দেয়। রমজান মাসে মানুষকে জিম্মি করে লুটপাট করা এদেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা রেওয়াজে পরিণত করেছে। ফলে শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, নি¤œ আয়ের কর্মচারীসহ শ্রমজীবী মেহনতি মানুষের জীবনে ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে আসে। এ সকল অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষতার মধ্যে রাখার জন্যে টিসিবি’কে সচল ও কার্যকর করা এবং একই সাথে গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, লোডশেডিং রোধ করতে সরকারের প্রতি দাবি জানান। বিজ্ঞপ্তি