বিশ্বনাথে বখাটের উৎপাতে কলেজ ছাত্রীর আত্মহত্যা, প্রতিবাদে মানববন্ধন

44

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে তাসলিমা খান রীমা (১৬) নামের এক কলেজ ছাত্রীর আত্ম হত্যা নিয়ে রহস্য দানা বাঁধছে। রীমা তার পার্শ্ববর্তি বাড়ির সুমন আহমদ (২৬) নামের এক বখাটের উৎপাতে প্রাণ দিয়েছে এমন মন্তব্য এখন মানুষের মুখেমুখে। গত শুক্রবার দিবাগত রাতে বসত ঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়ার পর থেকে লামাকাজি এলাকায় সর্বস্তরের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে গতকাল রবিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সিলেটের মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীতে পড়–য়া রীমা বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও লামাকজি ইউনিয়নের খেশবপুর বিদ্যাপতি গ্রামের ডা: শাহনুর হোসাইনের মেয়ে।
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি পয়েন্টে রীমা হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী শামছুদ্দিন। সংগঠক ফয়জুল ইসলাম সুমনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সমাজসেবক একেএম দুলাল, ফয়সল আহমদ মেম্বার, রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক কামাল মিয়া, মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি শীতল বৈদ্য, লামাকাজী সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ, বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য ফয়সল আহমদ।