উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সিলেট সদর কর্তৃক বাস্তবায়িত ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি’র উদ্যোগ ও সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন বলেছেন, চাকুরীর জন্য অন্যের মুখাপেক্ষী না হয়ে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে। যুব ও যুব মহিলাদের সময়ে সময়ে প্রশিক্ষণ নিয়ে মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, গবাদিপশুর খামার স্থাপন, শাক সবজির বাগান, অর্থকরি ফসল চাষ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কম্পিউটার প্রশিক্ষণ ও মোবাইল মেরামতের প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নিতে হবে। আত্মকর্ম সংস্থান সৃষ্টি করলে নিজেদের চাকুরী খুঁজতে হবে না বরং অন্যকে চাকুরী দিতে পারবেন। তবে আত্মকর্ম সংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি মঙ্গলবার বিকালে সিলেট সদর উপজেলা পর্যায়ে আত্মকর্ম সংস্থানের লক্ষে বেকার যুবদের অংশ গ্রহণে অপ্রতিষ্ঠানিক মোবাইল মেরামত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল কবির এর সভাপতিত্বে এবং ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি’র সহ সভাপতি মোঃ নজরুল ইসলামের স্বাগত বক্তব্য ও সোসাইটির সহ-সভাপতি মুক্তার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি র বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের যুব বার্তা পত্রিকার প্রধান সম্পাদক বুসতান চৌধুরী, পাইলট ফায়েজ চৌধুরী, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, সিলেট বিভাগ যুব পুরস্কার প্রাপ্ত ফোরামের সাধারণ সম্পাদক শেখ তোফায়েল আহমদ শেফুল। সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ তায়েফ শায়েল, অর্থ সম্পাদক সামসুন নাহার পুষ্প, সহ-সম্পাদক আতিকুর রহমান, যুব সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এবং সাংবাদিক নাসির আহমদ, আব্দুস সালাম, মোশাহিদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি