দীর্ঘ ৫ বছর পর সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হল। শতশত কর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে সিলেটে এমন সম্মেলন খুব কমই হয়েছে। আর এমন উপস্থিতির কারন ছিল নতুন কমিটি গঠন। ১৭ অক্টোবর বিকেলে শহরতলীর কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কমিউনিটিসেন্টারে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হামিদা খানম লনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিনা আক্তারের পরিচালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সভাপতি সাবেক এমপি বেগম রোকেয়া প্রদক প্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয় সম্পাদক নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সালমা বাসিত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুন্নাহার মিনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বিলকিস নুর, আছিয়া শিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সহ সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. হেড. রওশন জেবীন রুবা, সহ সাধারণ সম্পাদক মাধুরী গুল। উপস্থিত ছিলেন রেহেনা পারভিন রেপু, এডভোকেট রাশিদা সাইদা খানম, সাজেদা পারভিন, নাসিমা আক্তার কণা, ডাঃ নাজরা চৌধুরী, সিটি কাউন্সিলর নাজনীন আক্তার কণা, শিবলী বেগম, সৈয়দা রোকেয়া প্রমুখ।
এদিকে দ্বিতীয় অধিবেশন কমিটি গঠন, এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সালমা বাসিত। সভা পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা। সভায় জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপস্থিতির সম্মতিক্রমে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার ও সাধারন সম্পাদক রোটারিয়ান সাহিদা খাতুন তালুকদার এর নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি