জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা : ভবন ক্রয়কে কেন্দ্র করে ভাঙ্গনের মুখে, সাধারণ সম্পাদক সাসপেন্ড

36

সৈয়দ সুজাত আলী
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর বোর্ড অব ট্রাস্টি ও কার্যকরী কমিটির এক যৌথ সভা নিইয়র্কের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বদরুল খানে সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রুকন হাকিমের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্বতিক্রমে সাধারণ সম্পাদক মঈনুল ইসলামকে সংগঠন বিরোধী কার্যকলাপের জন সাসপেন্ড করা হয় এবং সহ-সাধারণ সম্পাদক রুকন হামিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। উক্ত সভায় সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজকে সংগঠন বিরোধী কার্যক্রম ও সংগঠনের অর্থ তসরূপের দায়ে আজীবন সদস্য পদ বাতিল কেন হবে না এর কারন দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টি এর্টনী মঈন চৌধুরী, বদরুন নেছা নাহার খান মিতা, সদরুননুর, কাওছারুজ্জামান কয়েছ, সংগঠনের সহ-সভাপতি শফিউদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম, ক্রীড়া সম্পাদক মান্না মনতাসির, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক হোসেন আহমদ, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বোরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমদ খান, কার্যকরী সদস্য শামীম আহমদ ও মো: দেলোয়ার হোসেন মানিক।
এদিকে সংগঠনের সাবেক সভাপতি শওকত আলী বলেন, সংগঠনের গঠনতন্ত্রে সাধারণ সভায় সিদ্ধান্ত ব্যতিতো সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে সাপফেন্ড বা বহিস্কার করার কোন বিধান নাই। কার্যকরী কমিটি স্বকোউজ জারী করতে পারে। যা সাধারণ সভায় চুড়ান্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। সাধারণ সভায় উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের উপর সিদ্ধান্ত গৃহিত হইবে। সাধারণ সভা হচ্ছে জালালাবাদ এসোসিয়েশনের সিদ্ধান্ত গ্রহণ করার স্থান। এছাড়া কার্যকরী কমিটি কোন অবস্থাই গঠনতন্ত্র অনুযায়ী সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে নোটিশ জারী করতে পারে না। সংগঠনের সাধারণ সদস্যদের মতামত সংকট নিরসনের আন্তরিকতার সাথে আলাপ-আলোচনার মাধ্যমে অগ্রসর হওয়ার আহবান জানান।