পশ্চিম কাজিরবাজারে চোর সন্দেহে একজন আটক

25

স্টাফ রিপোর্টার :
নগরীর পশ্চিম কাজিরবাজার থেকে জসিম উদ্দিন (২৮) নামের একজনকে চোর সন্দেহে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত জসিম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার চকবাজারের মৃত মো: মালেকের পুত্র। বর্তমানে সে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার বাসিন্দা। পরে পুলিশ আটককৃতকে থানা হাজতে নিয়ে যায়।
জসিম উদ্দিনকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশের কাছে তুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করে পশ্চিম কাজিরবাজার খেয়াঘাটের উত্তম ফাম্মের্সীর মালিক উত্তম চন্দ্র দে জানান, ফার্মেসীর পাশাপাশি তিনি মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করে আসছিলেন। গত ২৫ জানুয়ারী সকাল ১০ টার দিকে তার দোকানে সুমন চন্দ্রও ছিলেন। ওই সময় জসিম উদ্দিন তার ৩/৪ জন সহযোগী নিয়ে তার দোকানে আসে। এ সময় জসিম ১০ হাজার টাকা বিকাশ করার কথা বলে সুমনকে। তখন সুমন ১০ হাজার টাকা বিকাশ করা যাবে না বলে তাদের জানায়। পরে আমি দোকান থেকে বের হয়ে আসি। কিছুক্ষণ পর আবার জসিম তার সহযোগীদের নিয়ে ফার্মেসীতে যায় এবং সুমনকে জসিম বলে একটি ছেলে তোমার জুতা নিয়ে যাচ্ছে। এ কথা শুনে সাথে সাথে সুমন দোকান থেকে বের হয়ে চলে গেলে এ সুযোগে জসিম তার সহযোগীদের নিয়ে দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৩০ হাজার ৭শ’ ৫০ টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে, সুমন দোকানে এসে দেখে ক্যাশ বাক্স ভাঙ্গা ও টাকা নেই। পরে সুমন বিষয়টি আমাকে জানায়। গতকাল শুক্রবার সে ওই এলাকায় আসলে তাকে ব্যবসায়ীরা আটক করে পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।