বিশ্বনাথ আ’লীগের পাল্টা সভায় বক্তারা ॥ জামায়াত-বিএনপি দিয়ে কমিটি মানি না

45

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
আগামি ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন সম্প্রতি অনুমোদিত বিশ্বনাথ আ’লীগের পুর্ণাঙ্গ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ আনোয়ারুজ্জামান অনুসারী নেতারা। বৃহস্পতিবার রাতে আ’লীগ নেতা বশির আহমদের বাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলা আ’লীগের পুর্ণাঙ্গ কমিটির পদ-পদবি টাকায় বিক্রি হয়েছে। উপজেলা আ’লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে ভাড়া করে জামায়াত বিএনপির নেতাদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। তাই আজ আ’লীগ হয়েছে বঞ্চিত আর জামাত বিএনপি হয়েছে পুরস্কৃত।
তারা আরো বলেন ২০০৬ সালে বিএনপির সাধারণ সম্পাদক পংকি খাঁন উপজেলা আ’লীগকে অবাঞ্চিত ঘোষনা করেছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর ছবি পা দিয়ে মুড়িয়ে, আগুন দিয়ে পুড়িয়েছিল সেই নেতাকে আজ আ’লীগে সভাপতি বানানো হয়েছে। বিশ্বনাথের আ’লীগ কখনো তা মেনে নেবেনা।
উপজেলা আ’লীগের সাবেক সভাপতি হাজী মজম্মিল আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ আ’লীগের নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপদেষ্টা বসারত আলী বাছা, শেখ শহীদুল ইসলাম, সহ-সভাপতি জবেদর রহমান মেম্বারর, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সদস্য শেখ নুর মিয়া, আব্দুল জলিল জলাল, আশিক আলী।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এএইচএম ফিরোজ আলী, সাবেক সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, আ’লীগ নেতা নোয়াব আলী, বাবরুছ আলী মেম্বার, মঞ্জুর আলী, ছবুর মিয়া, মুজিবুর রহমান, আব্দাল মিয়া, আব্দুল মনাফ, গেীছ আলী, যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, সিতার মিয়া, শাহ আলম খোকন, সোহেল তালুকদার, জাহেদ তালুকদার, আজব আলী। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারর্থী দাস পাপ্পু ও সালমান রব্বানী।