তানিম খুনের ঘটনা ॥ ছাত্রলীগ ও ছাত্রদলসহ ৩৪ নেতাকর্মীকে আসামী করে হত্যা মামলা

66

স্টাফ রিপোর্টার :
নগরীর টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিম খান খুনের ঘটনায় গত বুধবার রাতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তানিমে বন্ধু দেলোয়ার হোসেন রাহি বাদী হয়ে ৩৪ জনকে আসামী করে শাহপরান থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার নং-৪। এছাড়াও আরো ৪/৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। ঘটনারদিন গ্রেফতার হওয়া জয়নাল আবেদীন ডায়মন্ড ও রুহেল আহমদকে এ মামলায় শ্যানএরেস্ট দেখিয়েছে পুলিশ।
মামলার এজাহারনামীয় আসামীরা হচ্ছে- সিসিকি কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ভাতিজা সাজিদুর রহমান আজলা, শেখ মোতাছির আহমদ, জয়নাল আবেদিন ডায়মন্ড, আলী আহমদ, মাহিন, রুহেল আহমদ, আফজল হোসেন, জুনেদ আহমদ, দেওয়ান মুরাদ হাসান, বদরুজ্জামান সাগর, সৌরভ আর্চায্য, রাহাত, ফরহাদ, হাসান আহমদ, মিজানুর রহমান মিজান, রাহাত আহমদ, অনিরুদ্ধ মজুমদার পলাশ, সুমন মিয়া ওরফে পাখি সুমন, উমেদুর রহমান, আরিফ আহমদ, রঞ্জন দে, বখতিয়ার আকরাম অনি, সজিবুর রহমান, কাউসার জামাল, এমদাদুল করিম ওমর, অদি অয়ন, জাকির হোসেন, সুমন দাস, তারেক আহমদ ও তজমুল আলী। এছাড়া এ মামলায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উমেদুর রহমান ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফজল হোসেন আসামী রয়েছেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনারদিন জয়নাল আবেদীন ডায়মন্ড ও রুহেল আহমদকে গ্রেফতারের পর ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এখন যেহেতু এ মামলায় তারা ২ জন এজাহারনামীয় আসামী সেহেতু তাদেরকে ওই মামলায় শ্যানএরেস্ট দেখানো হয়েছে। বাকী এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত ৯টায় নগরীর টিলাগড় এলাকায় আধিপত্যের জের ধরে ছুরিকাঘাতে তানিম খানকে (২৩) হত্যা করা হয়। তানিম সিলেট সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিৎ সরকার অনুসারি ছাত্রলীগ কর্মী।