নগরী থেকে রিভলবারের খালি ম্যাগজিনসহ যুবক আটক

39

স্টাফ রিপোর্টার :
নগরীর শাহজালাল ব্রীজের কাছ শেখ আল মামুন রাজু (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছে থাকা রিভলবারের একটি খালি ম্যাগজিন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় শাহজালাল ব্রীজ সংলগ্ন গার্ডেন ইন টাওয়ার এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রাজু হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মিয়াখানী (শেখের বাড়ী) গ্রামের শেখ ফেরদৌসের পুত্র। বর্তমানে সে মেজরটিলায় অবস্থিত প্যারাগন টাওয়ার বসবাস করছিলো। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাইন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর একটি আভিযানিক দল সকালে নগরীর গার্ডেন ইন টাওয়ার সামনে থেকে শেখ আল মামুন রাজু নামের ঐ ব্যক্তিকে রিভলভারের একটি খালি ম্যাগজিন সহ আটক করে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাবের করা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সিলেট এমসি কলেজে নাশকতার সময় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে সে কাজ করত এবং বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে এসে তার নিজ হেফাজতে রেখে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করত ও কিছু কিছু সময় এই অস্ত্র ভাড়াও দিতো। রিভলভারের খালি ম্যাগজিনসহ আটক ব্যক্তিকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।