পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
শুকনা, গোলাপ, শিম, পাঠি, সবুর, ডিম, বিস্কুট, নকশী, ঝিুনক, লবণ, কুলি, পাপড়ি, বকফুল, মালপা, পাঠি ভাপাসহ রকমারী ইত্যাদি পিঠা নিয়ে একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে প্রথম বারের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সূচনা প্রকল্প কিশোরী ক্লাব ও ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (৮ জানুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়। রূপসী বাংলা, গন্ধরাজ, শাপলা, নবান্ন, বন্ধু চুলা, পুষ্টি ঘর, চড়–ইভাতি, কুটুমবাড়ী, কিছুক্ষুণ, অনলাইন নামে নিয়ে মোট ১০টি পিঠা ঘর ষ্টল বসে। বাঙালির ঐতিহ্য, কৃষ্টি ও গ্রামীণ সংস্কৃতির ধারক এবং বাহক এ পিঠা উৎসবে শীতের সকাল থেকে লোকে লোকারণ্য ছিল।
১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে দিনব্যাপী এ পিঠা উৎসব এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। ইউপি সচিব সোলেমান হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, প্রকল্পের সিলেটের সিনিয়ার ব্যবস্থাপক মোঃ মাহাবুর হাসান, প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু। উপস্থিত ছিলেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, সাংবাদিক এস, কে, দাস, যমুনা টিভি প্রতিনিধি আহমদ আফরোজ, সূচনা সূচনা প্রকল্প মৌলভীবাজারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী, সূচনা প্রকল্প কমলগঞ্জ উপজেলার প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রিয়াল ম্যুসুদ্দী, ইউনিয়ন কোঅর্ডিনেটর মোয়াজ্জেম হোসেন, সৈয়দ আ: সামাদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দিপক কান্তি রায়, ইউপি সদস্য মাইদুর রহমান কাবুল, সেলিম আহমদ চৌধুরীসহ ইউপি সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ, কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।
দিনব্যাপী পিঠা উৎসবে নাটক ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।