জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী বলেছেন, ইসলাম বিশ্বমানবতার শান্তির ধর্ম। তাই ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া মানুষের শান্তি আশা করা বোকামি। তিনি বলেন, সংখ্যা গরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ইহুদী-খৃষ্টানদের আইন চলতে পারে না। প্রতিটি মুসলমানকে ঈমানের চেতনা নিয়ে কথা বলতে হবে। মানব রচিত দলীয় তন্ত্র-মন্ত্র বাদ দিয়ে মহানবীর আদর্শে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হলে উলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গত শনিবার রাতে জামিয়া মাদানিয়া বিশ্বনাথের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শায়খুল হাদীস মাওলানা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফিজ জুবাযের আহমদ আনসারী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী প্রমুখ। মাওলানা হাম্মাদ গাজিনগরী ও মুফতি খন্দকার হারুনুর রশীদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মাদানীয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের সেক্রেটারী আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ,বার্ষিক প্রতিবেদন পেশ করেন জামিয়ার মুহতামিম মাওলানা শিব্বীর আহমদ। বাদ জুহর থেকে মধ্যরাত পর্যন্ত সম্মেলন চলে। বাদ আসর জামিয়ার ছাত্র সংসদের আয়োজনে প্রকাশিত আশ আশরাফ বুলেটিনের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, তাফাজ্জুল হক আজিজ, আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সিলেট রিপোর্ট এর সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা হাসান বিন ফাহিম,মুখতার আহমদ, হাবিবুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি