দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির বিবদমান ২টি গ্র“পের পৃথক কর্মসূচিতে পুলিশি বাধা, কালো পতাকা মিছিল পন্ড হয়ে গেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদের নেতৃত্বে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় ৫ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে উপজেলার পাগলা কান্দিগাওস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়ে সিলেট-সুনামগঞ্জ মহা সড়কের পাশে কান্দিগাঁও জামে মসজিদের সামনে আসলে মিছিলটি পুলিশের বাধার সম্মুখিন হয়। এ সময় পুলিশ মিছিলটিকে মহা সড়কে উঠতে না দেওয়া নেতা কর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে এক সংক্ষিপ্ত সভা করে মিছিলটি বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফিরে যায়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ইলিয়াছ মিয়া, সাংগঠনিক স¤পাদক আবুল কাশেম, সিনিয়র যুগ্ম-সাধারণ স¤পাদক আওলাদ হোসেন, উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, আবুল কালাম, ইলিয়াছ আলী, আরাফাত আলী, খলিলুর রহমান, আছকির আলী, ইসলাম উদ্দিন, শিতু মিয়া, রাহেল আহমদ, নুরুল ইসলাম, তফজ্জুল হোসেন, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মাস্টার শফিকুল ইসলাম, শাহিন মিয়া, জিয়াউর রহমান, উপজেলা যুবদল নেতা শুয়েব আহমদ, সুমন আহমদ, আক্সগুর মিয়া, দোলাল মিয়া, হাসান আলী, শ্রমিক দল নেতা জুবায়ের মিয়া, আরিফ মিয়া, শাহাব উদ্দিন, ছাত্রদল নেতা হুমায়ূন কবির, লিটন আহমদ, শুয়েব আহমদ, হারুন অর রশিদ হারুন, নাছির আহমদ, মানছুর আহমদ, জাহিদুল ইসলাম, কাওছার আহমদ, ইয়াহিয়া আহমদ, হেলাল আহমদ, সাগর আহমদ, সৈয়দুর রহমান, রাসেল আহমদ সহ প্রমুখ।
অপরদিকে সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনছার উদ্দিনের নেতৃত্বে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে উপজেলার পাগলা রায়পুর থেকে একই সময়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক হয়ে পাগলা বাজার ব্রীজে আসলে মিছিলটি পুলিশের বাধায় চত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিন, সহ সভাপতি শামছুন্নুর মেম্বার, সাধারণ স¤পাদক নুর আলী, যুগ্ম-সাধারণ স¤পাদক আব্দুল ওয়াদুদ, জেলা যুবদল নেতা ফারুক মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, যুগ্ম-সাধারণ স¤পাদক মনোয়ার হোসেন মিন্টু, যুবদল নেতা দেলোয়ার হোসেন, মোজাহিদ মিয়া, আব্দুল লতিব, আশরাফ আলী, রঞ্জিত সূত্রধর, সাহিদ মিয়া, দিদারুল হক, ইমরান, আলাল, সিজিল, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, মামুন আহমদ, খালেদ আহমদ, কবির আহমদ সহ প্রমুখ।