স্টাফ রিপোর্টার :
বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করছে তাদের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। সারাদেশের ন্যায় সিলেটেও নানা আয়োজনে গতকাল পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় সেখানে ছিল লোকে লোকারণ্য। মানুষের ভালোবাসার ফুলে আচ্ছাদিত হয় গোটা শহীদ বেদি।
পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের নেতারা, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা প্রশাসক, জেলা পরিষদেও প্রশাসক, পুলিশ সুপার, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, আনসার ভিডিপি, বন কর্মকর্তা, সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
সিলেট সদর উপজেলা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ক্যাডেট কলেজ সংলগ্ন সিলেট সদর উপজেলা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট সদর উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রথমে সিলেট সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ সহ নেতৃবৃন্দ। পরে উপজেলা আওয়ামীলীগ এবং উপজেলা যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম এ মালিক ইমন, খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, এয়ারপোর্ট থানার ওসি মোঃ মোশাররফ হোসেন, শাহপরান থানার ওসি আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইকলাল আহমদ, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ সরকার, আব্দুল করিম ভাষানী, সিদ্দেক মিয়া, মানিক মিয়া, মছব্বির মিয়া মেম্বার, আনছার আলী মেম্বার, ফারুক মিয়া মেম্বার, নিজাম উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা পারভেজ আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুস সামাদ প্রমুখ।
উদীচী : ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্থানীয় আর.ডি হল প্রাঙ্গণ থেকে আলোর মিছিল করে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা উদীচীর সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল হাকিম, জেলা উদীচীর সদস্য সামরিনা নওশীন দীনা, বৃন্দাবন সরকারি কলেজ উদীচীর সভাপতি দীপ্তি দিবা দাস, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আব্দুল রাকিব, মো. সাজ্জাদ মিয়া, বাকৃবি শিক্ষার্থী নিবিড় রায়, সংশপ্তক হবিগঞ্জ এর স্কুল কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন আহমেদ মাহি, শরিফ উদ্দিন আহমেদ রাফি, সন্ধান হবিগঞ্জ এর সভাপতি মাহবুবুর রহমান হাসান, গালিব আহমেদ, পারমিতা দাস দিশা। এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরা আলোর মিছিলে অংশগ্রহণ করেন।
সনাক : মহান স্বাধীনতা যুদ্ধে দখলদার পাকবাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-সামস বাহিনীর হাতে নিহত বাংলার শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট।
১৪ ডিসেম্বর ২০১৭ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে সনাক সিলেট এর ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্র“পের সদস্যগণকে সাথে নিয়ে সনাক সদস্য ও টিআইবি কর্মীগণ শহরের কেন্দ্রীর শহীদ মিনারের পাশে অবস্থিত সিলেট বুদ্ধিজীবী স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন সনাক সভাপতি আজিজ আহমদ সেলিম, সনাক সদস্য এ. কে শেরাম, সৈয়দ মনির আহমদ, এনায়েত হাসান মানিক, টিআইবি সিলেটের এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহা ও এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আশাফাকূন নূর।
সিলেট মহানগর আওয়ামীলীগ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সদস্য জামাল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম খান, আব্দুস সোবহান, বেলাল খান, মোঃ আলী প্রমুখ।
জাসাস : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাসাস সিলেট জেলা সভাপতি জসিম উদ্দিন ও মহানগর জাসাস সভাপতি মুসা রেজা চৌধুরীর নেতৃত্বে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন করেন নেতৃবৃন্দ।
এ সময় জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাস সহ সভাপতি সাবের আলী খান মুরাদ, অধ্যাপক কামিল আহমদ, লুতফুর রহমান মোহন,মহানগর সহ সভাপতি আব্দুল কাইয়ুম নাসিম,সাধারন সম্পাদক জয়নাল আহমদ রানু,সহ সভাপতি সারোয়ার খান মাজেদ,আব্দুল করিম,রাসেল আহমদ,কামাল আহমদ, এমদাদ হোসেন টিপু, মহানগর সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ,জেলা যুগ্ম সম্পাদক কালাম আহমেদ,যুগ্ম সম্পাদক সাঈদ মেহদী সাদি,সিএম আব্দুল্লাহ আরিফ,মহানগর সহ সাধারন সম্পাদক রাহেল আহমদ,সৈয়দ ফয়সল আহমেদ,বিষু দে,রিপন, জেলা সাংগঠনিক সম্পাদক রায়হান এইচ খান, জে আর রুবেল, সাইফুল আরেফিন লিমন,গোলাপগঞ্জ জাসাস সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক আফজাল রিপন, ক্রীড়া সম্পাদক লিটন আহমেদ,জাসাস নেতা নিষাদ রশীদ,তুষার দেব,জুবায়ের আহমেদ রনি সহ জেলা ও মহানগরের অসংখ্য নেতৃবৃন্দ।
গণদাবী ফোরাম : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বৃহস্পতিবার সকালে ফোরামের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। ঐদিন দুপুরে ফোরামের সুরমা মার্কেটস্থ কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, এখনও মানুষের শোষণ বঞ্চনার অবসান হয়নি, আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি, সামাজিক নিরাপত্তা আজ বিঘিœত। স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছেন তাদের যথাযথ মূল্যায়ন অপরিহার্য্য। সভায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানীর স্মৃতি রক্ষার্থে সিলেটের প্রবেশ দ্বার শেরপুর গোলচত্বর এবং সিলেট শহরের প্রবেশ দ্বার চন্ডিপুলস্থ সামাদ চত্বরে মুর্যাল স্থাপনের দাবী জানানো হয়। এছাড়া মুক্তিযুদ্ধের ডেপুটি চীফ অব স্টাফ হবিগঞ্জের কৃতি সন্তান জেনারেল এম এ রবের কবর সংরক্ষণ এবং তাঁর স্মৃতি রক্ষার্থে সিলেট বিভাগের প্রবেশ দ্বার সায়হাম চত্বরে এবং শায়েস্তাগঞ্জ পয়েন্টে মুর্যাল স্থাপনের দাবী জানানো হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধ যাদুঘর ও স্মৃতি স্তম্ভ নির্মাণের দাবী জানানো হয়। বঙ্গবীর ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং মুক্তিযোদ্ধাদের ছবি সম্বলিত ডাইরেক্টরী প্রকাশের দাবীও জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মানিক মিয়া, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া), শিক্ষক আব্দুল মালিক, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, শফিকুর রহমান শফিক ও আমিন তাহমীদ, শওকত আলী, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, ইমরান উদ্দিন প্রমুখ।
এসআইইউ : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধা শূন্য করার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল গণহারে। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন স্মৃতিবাহী দিন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবারও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন এর নেতৃত্বে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক ও মানবিক অনুষদের ডিন, প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, উদযাপন কমিটির সদস্য সচিব ও প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এক্রামুল ফারুক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, ডেপুটি লাইব্রেরিয়ান মোস্তফা কামাল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
বাসদ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় আম্বারখানাস্থ দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসোধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯ টায় আম্বারখানাস্থ দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে আলোচনা করেন বাসদ কোতোয়ালী থানার আহবায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ বিমানবন্দর থানার আহবায়ক প্রণব জ্যোতি পাল, দক্ষিণ সুরমা থানার আহবায়ক পাপ্পু চন্দ, ছাত্রফ্রন্ট মহানগর নেতা সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসাইন, হাবিব আহমদ প্রমুখ।