মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজার নতুন সাজে সেজেছে। আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে নৌকার আদলে সাজানো হয়েছে সভা মঞ্চ। যা সভা মঞ্চকে আলাদা আকর্ষণীয় করে তুলেছে। তা দেখে অতিথি সহ সবাই মুগ্ধ হয়েছেন।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর বাজারে আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পিপি এডভোকেট শফিকুল আলম। সম্মেলন উদ্বোধকের বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাদ আলী কবেরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, ব্যারিস্টার এমএ লতিফ, জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ূব খান।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুরাদ, শহিদুল ইসলাম লেচু, আজিজুর রহমান দারা, তৌরিছ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী প্রমূখ।
এ সময় পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ লাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ ছোট মিয়া, জিল্লুর রশীদ লিল, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম, ডাঃ আজিজুর রহমান, হোসাইন রাজন, যুবলীগ নেতা আজমল হোসেন মিঠু, রমজান আলী ছানা, আনোয়ার কোরেশী, রাসেল তালুকদার, রাজিব চৌধুরী বাবু, আখলাক মিয়া, কওছর রশীদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা শেখ মামুন, সুজেল আহমদ সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি পদে ৭ ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল সহ ১৩ জন প্রার্থী হওয়ায় কমিটি ঘোষণা হয়নি।