বিয়ানীবাজারে আনোয়ার হত্যাকান্ড ॥ ঘাতক রাহেলকে গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম, ভাইয়ের মামলা দায়ের

58

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজারে গত শনিবার সকালে সন্ত্রাসী রাহেলের ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগ কর্মী ও ফ্লান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন। তার মৃত্যুতে দুপুরে পৌরশহর অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। শনিবার রাতে পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে ঘাতকদের গ্রেফতার করতে প্রশাসনকে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন পৌরশহরের সুপাতলা গ্রামবাসী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌরশহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে রবিবার সকাল ১০ টায় পৌরসভার সুপাতলা ওসমানি স্টেডিয়ামে আনোয়ারের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় শোকাহত হাজারো মানুষের ঢল নামে। জানাযার নামাজে অংশ নেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়ল আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান শোকাহত হাজারো মানুষের সামনে বলেন, আনোয়ারকে মোবাইল ফোনে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে তাকে পরিকল্পনা করেই ঘাতকরা খুন করে। পরিবারের এমন ধারণা। আবার স্বজনদের দাবি- শনিবার সকালে পূর্ব শত্র“তার জের ধরে আনোয়ারকে ডেকে এনে পরিকল্পিতভাবে খুন করে রাহেল আহমদ।
রাহেল পৌরসভার কসবা কোনাপাড়া এলাকার পঙ্খি মিয়ার পুত্র। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রাহেলের ছোট ভাই পাভেল আহমদ ও চাচা আজাদকে গ্রেফতার করে। এ ঘটনায় রবিবার আনোয়ারের লাশ দাফন শেষে তার বড় ভাই দেলওয়ার হোসেন বিকালে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গ্রেফতারকৃত দুইজনকে আসামী দেখানো হয়েছে। থানায় দায়ের করা মামলায় রাহেলকে এক নম্বর আসামী করা হলেও তদন্তের স্বার্থে পুলিশ অপর পলাতক আসামীদের নাম জানায়নি।
শনিবার রাতে পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে দক্ষিণবাজারে সংক্ষিপ্ত সমাবেশ থেকে ঘাতকদের গ্রেফতার করতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সুপাতলা গ্রামবাসী। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব বলেন, প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আশা করি তারা অপর আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবেন। তিনি বলেন, খুনীদের গ্রেফতার করতে আমরা প্রশাসনকে ৭২ ঘন্টা সময় দিলাম। এর ভেতরেই তারা খুনীদের গ্রেফতার করতে সক্ষম হবেন। কিন্তু খুনীদের রক্ষা করতে কোন পক্ষ তৎপরতা চালালে আমরা এর সমুুচিত জবাব দেয়া হবে।
অন্যদিকে আনোয়ার এর পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান প্রমুখ।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক বলেন, পরিস্থিতি এখন পুলিশের পুরো নিয়ন্ত্রণে রয়েছে। ঘাতক কে সেটা পুলিশের মতো এখান সবারই জানা। তারপরও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌরশহরের আজির মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, এলাকাবাসীর আল্টিমেটামের বিষয়টি আমার ‘নলেজে’ আছে। আশাকরি সবার সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করতে সক্ষম হবো। তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।