হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ, তহবিল তছরুপ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও কর্তব্য কাজে অবহেলাসহ নানা অভিযোগ উঠেছে। ডিজি বরাবরে অভিযোগ করেন নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামের মোঃ খলিলুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে গতকাল সরেজমিন তদন্ত করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক হারুনুর রশীদ ও সহ পরিচালক প্রতাপ চৌধুরী।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে সিলেট অঞ্চলের পরিচালক হারুনুর রশীদ ও সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী গতকাল ওই প্রতিষ্ঠানে সরেজমিন গিয়ে দীর্ঘ তদন্ত করেন। তদন্তকালে অভিযোগকারী খলিলুর রহমান সকল অভিযোগের সকল প্রমানাদি নিয়ে উপস্থিত ছিলেন। এসময় কলেজ অধ্যক্ষ গোলাম হোসেন ও অভিযোগকারীর সাক্ষাতকার গ্রহণ করা হয়।
অভিযোগকারী খলিলুর রহমানসহ স্থানীয় লোকজন উক্ত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রমাননিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরেজমিন গিয়ে অধ্যক্ষ ও অভিযোগকারীসহ সংশ্লিষ্টদের জবানবন্দী লিপিবদ্ধ করে অভিযোগ তদন্ত করা হচ্ছে।