২০ বছরে যা উন্নয়ন হয়নি আমার সময় তাই হয়েছে – এম.পি সেলিম উদ্দিন

81

ওসিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, বিগত সাড়ে ৩ বছর আমি কানাইঘাট জকিগঞ্জের উন্নয়নে যা যা করণীয় তাই করেছি যে সময়টুকু বাকী রয়েছে আমার আসনের মানুষের জন্য কাজ করে যেতে চাই। বিগত ২০ বছরের যা উন্নয়ন হয়নি আমার সাড়ে ৩ বছরে তাই হয়েছে। জনগণকে সাক্ষী রেখে তিনি বলেন, কানাইঘাট-চতুল রাস্তা, গাছবাড়ী হরিপুর রাস্তা, গাজী বোরহান উদ্দিন রাস্তা, কানাঘাট শাহবাগ রাস্তাসহ শিক্ষা, বিদ্যুৎ, নদী ভাঙ্গন এবং ছোট বড় অবকাঠোমগত উন্নয়নে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছি যা আগামী ২০১৮ সালের মধ্যে দৃশ্যমান হবে। কানাইঘাট জকিগঞ্জবাসীর জন্য কিছু করে যেতে চাই এ অঙ্গীকার নিয়েই আমি কাজ করে যাচ্ছি। আপনাদের ভালোবাসাই পথ চলাই আমি শক্তি পাই। তিনি বৃহস্পতিবার সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন কানাইঘাট উপজেলার বোরহান উদ্দিন শাখা (রেজি: নং- চট্ট-৭০৭) কর্তৃক তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি আব্দুল হামিদ তোঁতা মিয়ার সভাপতিত্বে ও যুবনেতা আব্দুল কাদিরের পরিচালনায় সেলিম উদ্দিন এম.পি বোরহান উদ্দিন স্ট্যান্ড শাখার স্থায়ী অফিস নিমার্ণে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং মাটি ভরাটের জন্য ৫০ হাজার টাকার ঘোষণা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুশ শহীদ বশির লস্কর, বিশিষ্ট সমাজসেবী সাহাবউদ্দিন, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খন্দকার বাহার উদ্দিন, কানাইঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি তাওহীদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা মখলিছুর রহমান, রফিক আহমদ। বক্তব্য রাখেন বোরহান উদ্দিন স্ট্যান্ড শাখার সেক্রেটারী এখলাছুর রহমান, সহ-সভাপতি আখদ্দছ আলী, মনোয়ার আলী, দিলোওয়ার, শামীম, মাসুক, আব্দুল হালিম প্রমুখ। বিজ্ঞপ্তি