কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
২০১৭-১৮ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় উপজাতীয় কৌটায় জালিয়াতির মাধ্যমে অ-উপজাতীয় ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে ৭টি আদিবাসী সংগঠনের যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা সমতল অঞ্চলের সকল উপজাতীয় সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে অ-উপজাতীয় ছাত্রদেও ভর্তি বাতিলের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন। শুক্রবার বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের যুব বিষয়ক সম্পাদক ভিম্পল সিংহ ভোলা। বাংলাদেশ মুসলিম মণিপুরী ডেভলাপসেন্ট অর্গানাইজেশন (বামডো) এর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, বাংলাদেশ মুসলিম মণিপুরী ডেভলাপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর সাধারণ সম্পাদত হাজী আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ মণিপুরী এডুকেশন ট্রাস্টের সভাপতি প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন, সহ সভাপতি নারীনেত্রী বিলকিস বেগম, মুসলিম মণিপুরী টিচার্স ফোরামের সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল হক স্বপন, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র সিংহ, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি নিখিল চন্দ্র সিংহ, বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মৃনাল কান্তি সিংহ, মুন্ডা কল্যাণ পরিষদের সভাপতি লক্ষ্মণ মুন্ডা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় কিছু প্রতারক প্রতরণার মাধ্যমের উপজাতি না হওয়া সত্ত্বেও উপজাতি কোড নং ৭৭ এর মাধ্যমে উপজাতি কৌটায় জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ গ্রহণ করেছে। যা অতিশয় দু:খজনক। সমতলের উপজাতীয় কৌটায় আজকিয়া ইসলাম, রোল নং ১১০২৫৫, মেধা তালিকা নং ৩৩৭১, পাবনা মেডিক্যাল কলেজ, মো: মেহেদী হাসান উদয়, রোল নং ২০৩৩৩৮, মেধা তালিকা নং ৩৫৮২, নোয়াখালি মেডিক্যাল কলেজ, সুব্রত বিশ্বাস, রোল নং ২১১০৬৪, মেধা তালিকা নং ৪৫৯৬, কক্সবাজার মেডিক্যাল কলেজ, মো: ওয়ালিউর রহমান, রোল নং ২১১৬৩৯, মেধা তালিকা নং ৫০৭৫, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ। এছাড়া অপেক্ষমান তালিকায় থাকা খায়রুল বাশার, রোল নং ২০১৬৩৯ এবং ছাদিয়া আলম ঊষা, রোল নং ২০১৮৩৬ এরা মুসলিম মণিপুরী ও অন্যান্য উপজাতি সমাজের কেউ নয় বলে নিশ্চিত হওয়া গেছে। যার কারণে উপজাতীয় কৌটায় জালিয়াতির মাধ্যমে অ-উপজাতীয় ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভর্তি বাতিলের দাবী জানিয়েছেন আদিবাসী নেতারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন নেতৃবৃন্দ।