বিশ্বনাথে ৬৭০ কৃষকদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

29
SAMSUNG DIGITAL CAMERA

বিশ্বনাথ থেকে সংবাদদাতা  :
অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬৭০জন কৃষকের মধ্যে নগদ টাকা ও চাল

SAMSUNG DIGITAL CAMERA
SAMSUNG DIGITAL CAMERA

বিতরণ করা হয়েছে। তাদের প্রত্যেককে নগদ ৫০০ টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যকালে তিনি বলেন, আ’লীগের মন্ত্রী ও এমপিরা লুটপাটে বিশ্বাসী নয়। কাজেই আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে প্রত্যেক এলাকাতে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখতে হবে।
রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান, সিলেট জেলা আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এসএম নুনু মিয়া, উপজেলা আ’লীগ নেতা আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান, উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউপি মেম্বার আবুল খয়ের। এসময় ওই ইউনিয়নের সদস্য ইমাম উদ্দিন, আবুল কাশেম, নজরুল ইসলাম, আজাদ মিয়া, নাসির উদ্দিন, ইছহাক আহমদ, শামীম আহমদ, আছারুণ বেগম, রুসনা বেগম, মিনা বেগম উপস্থিত ছিলেন।