সাদ আক্কাছ মিঞা
আজ কতদিন !
কত বছর হয়ে গেল ময়না!
কোন বিমানে–
কোথায় যে গেলে
কোনো খোঁজ পেলাম না।
কেউ বলে–
একাত্তরে হারিয়ে গেছো
মুক্তিকামী স্বাধীনতার শ্লোগানে।
কেউ বলে–
এসেছো তুমি
বিজয় উল্লাসের অভিবাদনে।
জানো—
তোমাকে খোঁজতে গিয়ে
শুনতে পেয়েছি
তোমাদের আর্তনাদ রানা প্লাজায়
যেমনি শুনেছি একাত্তরের স্বাধীনতায়।
কেনো জানি মন বলছে
তোমাকে পাবো চক বাজার ।
বিদগ্ধ আগুনের লেলিহান শিখা
আর্তনাদ আর হাহাকার ।
একি ময়না–
যেখানে যাই
সেখানে পাই
তোদেরই আর্তনাদ আর হাহাকার ।
অর্ধশত বছরের বুড়ি তুমি
আজও গোছলোনা তোমার মনের ভার।
যে খোকার তর্জনীতে ছিলো স্বপ্ন আঁকা
বুকের তাজা রক্তে দেখালো পথ
আজো হলেম না সোজা।
(এখানে “ময়না” বলতে মন, “বুড়ি তুমি” বলতে স্বাধীনতা ও জন্মভূমি, “খোকা” বলতে বঙ্গবন্ধুকে বুঝানো হয়েছে)।