ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার (৮ ডিসেম্বর) নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্র্যাক জেলা সমন্বয়কারী এ কে আজাদ এর সভাপতিত্বে ও সিনিয়র জেলা ব্যবস্থ্পক (সিইপি) মুহাম্মদ কায়েম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনামগঞ্জ মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল সিকদার, দৈনিক ইত্তেফাক ও নিউজ ২৪ এর রিপোর্টার মো. বোরহান উদ্দিন। অন্ষ্ঠুানে কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিভিশনাল ম্যানেজার (ব্র্যাক জেন্ডার কর্মসূচী) উজ্জ্বল কুবী। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক হাকিমুল ইসলাম।
যুব সমাবেশে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনামগঞ্জ মোঃ জসিম উদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। প্রশাসনিক কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যৌন হয়রানিমূলক ও নারী নির্যাতনমূলক কোন ধরনের ঘটনা ঘটলে চুপ না থেকে প্রতিরোধ গড়ে তোলার অভ্যাস গড়ে তুলতে হবে। অভিভাবক, সমাজের নেতৃস্থানীয় ও প্রশাসনকে অবগত করতে হবে যাতে তারা অগ্রণী ভূমিকা নিতে পারে। বিজ্ঞপ্তি