রায়হান হত্যার ১২ দিনেও আকবর কেন গ্রেফতার হয়নি —ডা. রিয়াজুল ইসলাম

12
সিলেটে পুলিশী নির্যাতনে রায়হান হত্যাকারী আকবর সহ অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী যুব আন্দোলন নগরীর ১৪নং ওয়ার্ড শাখার বিক্ষোভ মিছিল পরবর্তী কোর্ট পয়েন্টে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যু ও দেশব্যাপী খুন ও ধর্ষণের প্রতিবাদে সিলেট নগরীর ১৪নং ওয়ার্ড ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুম্মা বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর ছড়ারপার থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, দেশে আজ বিচারহীনতার কারনে খুন, ধর্ষণ সহ অরাজকতা দিন দিন বেড়ে চলছে। সরকার আইন করেও কোন কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। খুন ও ধর্ষণের ঘটনায় গোটা জাতি শঙ্কিত। সভ্য যুগে এমন নৃশংসতা মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার কারণে ধর্ষণ, খুনের সঙ্গে জড়িত অপরাধীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এ জন্য মানুষের নৈতিক চরিত্র গঠনে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনার অজুহাতে দেশের ওয়াজ মাহফিলসহ কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে দিয়ে, ধর্ষণের ট্রেনিং সেন্টার সিনেমা হল গুলো খুলে দেওয়া হয়েছে। একটা মুসলিম রাষ্ট্রে এমনটা কখনও মেনে নেওয়া যায় না।
বক্তারা বলেন, রায়হান হত্যার ১২দিন অতিবাহিত হলেও এখন মূল আসামী আকবরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এটা প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। পররাষ্ট্রমন্ত্রীর ধারণা অনুযায়ী- খুনী আকবর দেশেই আছে। তাহলে পুলিশ কেন তাকে এখনও গ্রেফতার করছে না। অবিলম্বে খুনী আকবরকে গ্রেফতার করতে হবে, অন্যথায় সিলেটবাসী কঠোর আন্দোলনের ঘোষনা দিতে বাধ্য হবে।
ইসলামী যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহীন আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব আন্দোলন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরফ উদ্দিন খান, জেলা অর্থ সম্পাদক মো. জাকির হোসেন, যুব কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা সভাপতি মো. আল আমিন, ১৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. আবুল হোসেন সহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি