গোয়াইনঘাট উপজেলার অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান কামালী (৪৭) আঙ্গারজুর গ্রামের নিজ বাড়িতে গত সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি বেশ কিছুদিন যাবৎ উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘ ২৩ বছর থেকে আঙ্গারজুর আলিম মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন এবং আনজুমানে আল-ইসলাহ গোয়াইনঘাট উপজেলার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন থেকে নিজ এলাকার শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। অবহেলিত এলাকায় শিক্ষার আলো বিস্তারে তাঁর অবদান অপরিসীম।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আঙ্গারজুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এদিকে অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান কামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। বিজ্ঞপ্তি