শাহ আব্দুল করিমের অমর কীর্তিকে বাঁচিয়ে রাখতে হবে – সুরঞ্জিত সেন এমপি

61

Luk Uthsobদিরাই থেকে সংবাদদাতা :
আওয়ামিলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, শাহ আব্দুল করিম লোক উৎসবে প্রাণের সঞ্চার বাড়াতে হবে। উৎসবকে সার্বজনীন করতে হবে। কারণ বাউল সম্রাট এখন কোন গোষ্ঠি বা দলের নয়, তিনি সবার। তার গানগুলো অসাধারণ। এতো সহজ কথায় বাস্তব জীবনের প্রতিচ্ছবি করিম ব্যতীত কেউ আর তুলে ধরতে পারেনি। তিনি তার লেখনি দিয়ে আজীবন মানুষের কথা বলে গেছেন। তার সে অমর কীর্তিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কাজ করতে হবে। শাহ আব্দুল করিমকে নিজের পরিবারের সদস্য উল্লেখ করে তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি আমার পরিবারের সাথে সম্পর্ক যুক্ত ছিলেন। তার কালজয়ী গান ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এ মানুষকে প্রেরণা যুগিয়েছে। যেখানে অন্যায় অত্যাচার সেখানে তিনি ছিলেন প্রতিবাদী। গতকাল শনিবার উপজেলা উজানধল মাঠে শাহ আব্দুল করিম লোক উৎসবের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশষে অতিথি ছিলেন, ছাতক দোয়ারাবাজারের এমপি মুহিবুর রহমান মানিক, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই পৌর সভার কাউন্সিলর মিজানুর রহমান মিজান প্রমুখ। করিমপুত্র শাহ নূর জালালের সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সর্দার খেজুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রবাসী গীতিকার সৈয়দ দুলাল, বংশী বাদক কুতুব উদ্দিন, ছড়াকার হিলাল সাইফ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক একে কুদরত পাশা, সৈদুর রহমান তালুকদার, বাউল আব্দুর রহমান, প্রাণকুষ্ণ, রনেশ ঠাকুর, বশির উদ্দিন প্রমুখ। এর আগে তিনি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবারে কয়েকটি গ্রামে এবং তাড়ল ইউনিয়নের ধল বাজারে কয়েকটি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
সমাপনী অনুষ্ঠানের পর বাউল আব্দুর রহমান ও তার দলের পরিবেশনায় আমি বাংলা মায়ের ছেলে গান দিয়ে শুরু হয় শেষ দিনের স্গংীতানুষ্ঠান। রাতভর শিল্পী সাজ্জাদ নূর, প্রাণ কৃষ্ণ, রনেশ ঠাকুর, বশির উদ্দিন, সিরাজ উদ্দিন, ফয়েজ উদ্দিন, আজগর আলী, শিউলী বেগম, আনোয়ার রেজা, নাছির উদ্দিন, এমরান, ফারুক, কীতন শাহ, শিশু শিল্পী শামীমা, ঝলক শাহ প্রমুখ গান পরিবেশন করেন।