যুক্তরাষ্ট্রে করোনায় আরেকজন বাংলাদেশী চিকিৎসকের মৃত্যু

7

কাজিরবাজার ডেস্ক :
যুক্তরাষ্ট্রে আরেকজন বাংলাদেশি আমেরিকান চিকিৎসক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। নর্থ ক্যারোলিনায় রালেয় নগরীতে বসবাসরত ওই চিকিৎসকের নাম তাসলিম আহমদ (৫১)।
তাসলিম জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে দুই দফা পরীক্ষায় তাঁর করোনাভাইরাস টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। ১১ মে সকালে পরিবারের কাছে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাসলিম সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে ১৯৮৯ সালে এমবিবিএস করেন। এ দেশে অভিবাসী হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকদের শক্তিশালী সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নর্থ ক্যারোলিনা চ্যাপ্টারের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর দুই মেয়ে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী