গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার এক সভা গত ২ অক্টোবর সোমবার বিকাল ৫টায় নগরীর তালতলাস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি আব্দুল কুদ্দুছ সর্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা মোঃ আরিফ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিষ্টার মোহাম্মদ আরশ আলী বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব রোহিঙ্গাদেরকে তার দেশে ফেরৎ পাঠাতে হবে। চীন, রাশিয়া ও প্রতিবেশী ভারতকে রোহিঙ্গা ইস্যুতে আমাদের পক্ষে আনতে হবে। বিদ্যুতের মূল্য বাড়ানুর জন্য যে পাঁয়তারা চলছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বরং বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করে সিস্টেম লস্ কমানোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে গৃহস্থালির কাজের জন্য বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি বিপুল বিহারী দে, মাছুম আহমদ, সৈয়দ সয়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, বিশ^নাথ উপজেলা গণতান্ত্রী পার্টির সম্পাদক নাজিম উদ্দিন, আজিজুর রহমান খোকন, শংকর ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি